আগরতলা : রাজ্যের সর্বত্র ছেয়ে গেছে নেশা। এর করাল গ্রাসে যুব সমজা। অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে- মেয়েরা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রানও। তাই সকলকে নেশা থেকে মুক্ত করতে রাজ্য সরকারও পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন জায়গায় নেশা মুক্তি কেন্দ্রে গড়ে তুলছে। সমাজের সকল অংশের মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়েছে। এই অবস্থায় সরকারের আহ্বানে সাড়া দিয়ে যুব সমাজ কে নেশা থেকে মুক্ত করতে কর্মসূচী গ্রহণ করল রাজধানীর বাণী বিদ্যাপীঠ বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিট। বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বের হয় সচেতনতা মূলক রেলি। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় বিদ্যালয়ে শেষ হয়। রেলিতে অংশ নেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এন এস এস প্রোগ্রাম অফিসার সহ অন্যরা।
নেশা নিয়ে সচেতন করতে রেলি
158
previous post