আগরতলা : ঊর্ধ্বমুখী সবজির দাম। কাঁচা লঙ্কার ঝাঁজে চোখে জল আসছে আমজনতার। একই অবস্থা টম্যাটো ,আদা, পিঁয়াজ সহ অন্য জিনিসের। নাভিশ্বাস উঠছে ক্রেতা সাধারণের। অভিযোগ ক্রমাগত কয়েক দিন ধরে বিনা কারণে দাম বেড়ে চললেও প্রশাসনের তরফে নেই কোন কার্যকরী পদক্ষেপ। ফলে একাংশ অসাধু ব্যবসায়ী নিজেদের মর্জিমাফিক সবজির দাম বাড়িয়ে চলেছে। কাঁচা মরিচের দাম সম্প্রতি রেকর্ড করেছে। ৫০০ টাকা কিলো বিক্রি হয়েছে কাঁচা মরিচ।অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। খাদ্য অধিকর্তার নির্দেশে মঙ্গলবার সদর মহকুমা প্রশাসনের তরফে চলে অভিযান। মহকুমা প্রশাসন ও সদরের খাদ্য দপ্তরের আধিকারিকরা রাজধানীর সবচেয়ে বড় বাজার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। বিভিন্ন সবজির দোকানে তাঁরা দাম যাচাই করেন। পরে এক খাদ্য আধিকারিক জানান, কাঁচা মরিচ খুচরো বিক্রি হচ্ছে এদিন ২০০-২৫০ টাকা কেজি। টম্যাটো বিক্রি হচ্ছে ১০০ টাকা খুচরো। তিনি জানান, কি কারণে কাঁচা মরিচের দাম আচমকা বেড়েছে তা ব্যবসায়ীরা বলতে পারেননি। তবে এখন দাম একটু যে কমেছে তা তিনি জানান। বাজার সমিতির সঙ্গে বসে বৈঠকো করবেন বলে জানান খাদ্য আধিকারিক। পাশাপাশি তিনি জানান, একটি মিষ্টির দোকানে বানিজ্যিকের বদলে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় তা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে একটি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করায় নোটিশ দেওয়ার হয়।তবে এখন দেখার অভিযানে বাজারে মূল্য কতটুকু নিয়ন্ত্রণে আসে?
সবজির মূল্যবৃদ্ধি, মহারাজগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান
180