আগরতলা : কারামন্ত্রী সান্ত্বনা চাকমার হাত ধরে উদ্বোধন হল কারা দপ্তরের এক প্রশিক্ষণ শিবিরের।মঙ্গলবার রাজ্য অতিথি শালায় ই-প্রিজন ওয়েব পোর্টালের উপরে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, আইজি প্রিজন অদিতি মজুমদার সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শিবিরে মন্ত্রী সান্তনা চাকমা বলেন কেন্দ্রীয় সরকার চাইছে সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করতে। কেন্দ্র চাইছে মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে ডিজিটাল পদ্ধতি চালু করতে চাইছে । ই-প্রিজন ওয়েব পোর্টালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন জন্ম দিয়ে মানুষের পরিচয় হয় না। কর্ম দিয়ে মানুষের পরিচয় হয়।মন্ত্রী সান্ত্বনা চাকমা এদিন মনে করিয়ে দেন দপ্তরের যেসব নিয়ম রয়েছে সেগুলি মেনেই সকলকে চলতে হবে।
ই-প্রিজন ওয়েব পোর্টালের উপরে তিন দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন মন্ত্রী সান্ত্বনা
235
previous post