আগরতলা : আধুনিকতার ছোঁয়া লেগেছে রাজনৈতিক দল গুলির প্রচারেও। প্রযুক্তিকে ব্যবহার করে সামাজিক মাধ্যমেও এখনও বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঝড় তুলে নির্বাচনী প্রচারের কাজে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। পোস্টার, দেওয়াল লিখন এখন রাজনৈতিক দলের প্রচার এখন অনেকটাই কমে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারে চালিয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে।বসে নেই প্রদেশ কংগ্রেসও।প্রদেশ কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী করতে চাইছে। যাতে করে জুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের কাছে সামাজিক মাধ্যমের মাধ্যমে দলীয় প্রচার নিয়ে যাওয়া যায়।তাই ত্রিপুরা প্রদেশ সোস্যাল মিডিয়া জেলা কমিটির সভা। দলের ব্লক- জেলা স্তরের যারা সোস্যাল মিডিয়া কাজের সঙ্গে যুক্ত তাদের প্রশিক্ষিত করতেই এদিনের সভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সামনের ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সাআম্নে রেখেই এই কর্মসূচী। মূলত দলীয় প্রচারে সোস্যাল মাধ্যমকে বেশি করে ব্যবহার করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য।
134
previous post