আগরতলা : ডিউটিরত অবস্থায় এক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে পুলিস। উড়িষ্যার বাসিন্দা ইশান চন্দ্র ডোরা বি এস এফ ৪২ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। রাজধানী লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্তে লঙ্কামুড়া বিওপিতে কর্মরত এই জওয়ান।প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি অন্যদের সঙ্গে সীমান্তে বাইসাইকেল নিয়ে টহলে বের হন। এরই ফাঁকে এই জওয়ান বেহদিশ হয়ে যান বলে খবর। শুরু হয় খোঁজাখুঁজি।শেষে লঙ্কামুড়া লোকনাথ মন্দির সংলগ্ন ড্রেনের পাশ পাওয়া যায় বি এস এফ জওয়ানকে। তাঁর সঙ্গেই ছিল সাইকেল ও রাইফেল। সঙ্গে সঙ্গে অন্য জওয়ানরা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অন্য জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।জওয়ানের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিস। একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিস।
বি এস এফ জওয়ানের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে
144
previous post