ত্রিপুরা আগরতলা : এডিসিতে নিয়োগ প্রক্রিয়ার আন্সার কী ফাঁসের সি বি আই তদন্তের দাবি জানালেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বের করার দাবিও জানায় সংগঠন। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন যুব নেতৃত্ব। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেন কেন রাজধানীর খোলাবাজারের জেরক্সের দোকানে আন্সার কী জেরক্স করা হল? এ ডি সি প্রশাসনের কাছে কি কোন জেরক্স মেশিন ছিল না? উল্লেখ্য এ ডি সিতে ১১০ পদে লোক নিয়োগের জন্য ৯ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আন্সার কী ফাঁস হয়ে যাওয়ায় বাতিল করা হয় পরীক্ষা। নতুন করে পরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে দেশে এখন পর্যন্ত ৭০ টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।বিজেপি যুবদের স্বার্থে কখনও কাজ করে না। পাশাপাশি এদিন যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নীট ইউজি-র ফলাফলে বড় ধরণের দুর্নীতি হয়েছে। এরও নিন্দা জানান তিনি।
সি বি আই তদন্তের দাবি যুব কংগ্রেসের
144
previous post