আগরতলা : বাম সরকারের সময়ে ইচ্ছে থাকলেও অনেকে সরকারী সুযোগ গ্রহণ করতে পারেনি। দলীয় ভাবে সরকারী সুযোগ গুলি মানুষের কাছে পৌঁছত। কিন্তু বর্তমান সরকারের সময়ে সেই চিন্তা ভাবনা নেই। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের নীতিতে চলছে।এই সরকারের সময়ে প্রতিটি প্রকল্প যাদের জন্য তৈরি করা হচ্ছে তারা যাতে পায় সেটাই লক্ষ্য। সোমবার উত্তর জোনে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন-টু কর্মসূচীতে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।নিগমের উদ্যোগে বিভিন্ন জায়গায় হচ্ছে বিকাশ শিবির। সরকারী কেন্দ্র ও রাজ্যের যে প্রকল্প গুলি মানুষ এখনও পায়নি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিবির করা হচ্ছে। সোমবার পুর নিগমের উত্তর জোনের উদ্যোগে শিবির হয় শ্যমলি বাজার বিপণী বিতানে। সেখানে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও মেয়র ইন কর্পোরেটর হীরা লাল দেবনাথ, শম্পা সেন চৌধুরী, উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, কর্পোরেটর লতা নাথ, জগদীশ দাস, জয়া ধানুক, শান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত, নিগমের সহকারী কমিশনার সহ অন্যরা।শিবিরে ৮ টি ওয়ার্ডের লোকজন এসে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেন। হাতের কাছে সরকারী সুযোগ পেয়ে অনেক খুশি।
উত্তর জোনে সাড়া জাগানো বিকাশ শিবির
145
previous post