আগরতলা : বিদ্যুৎ পরিষেবাকে বর্তমান অবস্থা থেকে আরো উন্নত করতে বুধবার আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেট অফিসে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। নিগমের ব্যবস্থাপক অধিকর্তা, মহাপ্রবন্ধক , প্রবন্ধক, এবং উপ প্রবন্ধক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের আগে বর্ধিত আগরতলার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য বিদ্যুৎ কর্মীদের সঙ্গেও বৈঠক করেছেন মন্ত্রী ।এই বৈঠকে তিনি জানিয়েছেন, এবার উন্নতিকল্পে বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী কর্মী এবং গাড়িসহ যাবতীয় সরঞ্জাম সব দেওয়া হবে। কিন্তু তিনি চান বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি। তার বক্তব্য, ঝড় বৃষ্টিতে লাইনের ক্ষতি হতে পারে। ট্রান্সফরমার বিকল হতে পারে। লাইনে গাছের ডালা পড়তে পারে। কিংবা অন্যান্য সমস্যা হতে পারে। কিন্তু লাইন দ্রুত সারাই করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এজন্য তিনি নিগমের আধিকারিকদেরকে বিভিন্ন এলাকায় আকস্মিক সফরেরও নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকেই নিগমের আধিকারিকরা বিভিন্ন এলাকা সফরে বের হবেন। আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকার মানুষের বক্তব্য, ব্যবসায়ীদের বক্তব্য এবং অন্যান্য সরকারি আধিকারিকদের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেবেন। মন্ত্রী বলেন বিদ্যুৎ ক্ষেত্র এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার ক্ষেত্র প্রয়োজনে কর্মী আধিকারিকদেরকে ওভারটাইম করার উপর ও জোর দেন তিনি।
বিদ্যুৎ পরিষেবার উন্নতিকল্পে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী
192
previous post