আগরতলা : বর্তমানে রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০সালের ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় ২০১৮ সালের মার্চের আগে রাজনৈতিকভাবে খুন হয়েছেন এমন পরিবারের পাশে দাঁড়াবে। সেই পরিবারে একটি করে সরকারি চাকরি প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয় ।এই কমিটি তদন্ত করে সুপারিশ করার পরে চাকরি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত ২৬ টি আবেদন পত্র জমা পড়েছে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান কমিটির তদন্ত সাপেক্ষে ১৫ জনের নাম সুপারিশ করেছে। যাদের পরে পরে চাকুরী দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কমিটির সভা হয়। সভায় ছয়টি আবেদন পত্র পর্যালোচনা করে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়েছে তিনটি পরিবারে। উল্লেখ্য চলতি বছরের ১৪ জুন স্ক্রুটিনি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
২০১৮ সালের আগে রাজনৈতিকভাবে খুন হওয়া ১৫ পরিবারে চাকরি দিল সরকার
118