153
আগরতলা : ৮ ডিসেম্বর দুই বছর পূর্ণ হয়েছে আগরতলা পুর নিগমের। নিগমের অনায়ন্য ওয়ার্ডের মতো ২৪ নম্বর ওয়ার্ডেও সোমবার মতবিনিময় সভা হয়। এদিন ওয়ার্ড অফিসে হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বনমালীপুরের মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যরা। এদিন ওয়ার্ড এলাকায় যারা সাফাই সহ বিভিন্ন কাজ করেন পুর নিগমের কর্মী, তাদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য বলেন, পুর নিগম দুই বছরে কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরার জন্য কর্মসূচী রয়েছে। জনগণের মধ্যে নিয়ে যাওয়া হবে।