আগরতলা : ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন সদ্য করণিক পদে অফার প্রাপ্তরা। শুক্রবার মহা করণে শিল্প ও বাণিজ্য দপ্তরে ৩২ জনের হাতে অফার লেটার তুলে দিয়ে এই কথা বলেন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি আশাবাদী এদের নিয়োগের মাধ্যমে দপ্তর শক্তিশালী হবে। জে আর বি টি-র মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে।গ্রুপ- সি পদে বিভিন্ন দপ্তরে অফার প্রাপ্তদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে প্রতিদিন। শুক্রবার শিল্প বাণিজ্য দপ্তরে নিয়োগ করা হয় ৩২ জন করণিককে। এদিন মহা করণে এক অনুষ্ঠানের মাধ্যমে অফার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ দপ্তরের আধিকারিকরা। তিনি বলেন, লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত , ত্রিপুরাকে আত্মনির্ভর করা।সেজন্য প্রত্যেক মিলে কাজ করা হবে। সকলে একত্রিত হব্যে কাজ করা হবে বলে জানান মন্ত্রী।
শিল্প- বাণিজ্য দপ্তরে অফার পেলেন ৩২ জন
128
previous post