117
আগরতলা : প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে রাজ্যেও ২৬ ডিসেম্বর উদযাপন করা হবে বীর বাল দিবস।সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ঘোষণা করেছেন ২৬ ডিসেম্বর গুরু গোবিন্দ সিং-এর পুত্রদের সাহস এবং তাদের ন্যায়বিচারের সন্ধানের প্রতি শ্রদ্ধা হিসাবে ‘বীর বাল দিবস’ হিসাবে চিহ্নিত করা হবে।ফলে এই বছর থেকে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ হিসেবে চিহ্নিত করা হবে৷’ সকালে রাজধানীর চানমারি স্কুলে হবে অনুষ্ঠান। সেখান থেকে বের হবে রেলি। অংশ নেভবেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । আগরতলা পুর নিগমের সহ অন্যরা।