আগরতলা : দলের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সেই বর্ষীয়ান নেতৃত্বদের সম্মাননা জানানো হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। একই সঙ্গে যারা জীবন উৎসর্গ করেছেন দলের জন্য তাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। জাতীয় কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস ও সেবাদলের শতবর্ষে এই অনুষ্ঠান করা হয় বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র ভবনে।ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, কংগ্রেস নেতা মানিক দেব, বাসনা দেবনাথ সহ অন্যরা। অনুষ্ঠানে আশিস কুমার সাহা বলেন, দেশে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক হিংসা, জাতি দাঙ্গা, দেশে ধর্ম- বর্ণের বিচ্ছেদকে পুঁজি করে রাজনৈতিক লাভালাভের লক্ষে প্রশাসনে এবং কিছু রাজ্যে রাজ্যে ক্ষমতাসীনরা দেশটাকে পরিচালনা করতে চায়।
প্রতিষ্ঠা দিবসে বর্ষীয়ান নেতৃত্বদের সম্মাননা প্রদেশ কংগ্রেসের
111
previous post