আগরতলা : প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পি হাসপাতালের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় । পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের তরফে সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় সাফল্য ও আগামী দিনের খতিয়ান। এই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করা হয় শিশু বিভাগ নিয়ে ।উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী , শিশু বিভাগের প্রধান সঞ্জীব দেববর্মা, বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুজিত চক্রবর্তী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে শিশু বিভাগের প্রধান জানান এই বিভাগে রেনাল বায়োপসির ব্যবস্থা রয়েছে। জিবি হাসপাতালে ব্যবস্থা রয়েছে যে সকল শিশুর অতিরিক্ত জন্ডিস হয়ে যায় তাদের রক্ত পরিবর্তনের ব্যবস্থাও ।তিনি আরো জানান ৪৭২১ জন শিশু জিবি হাসপাতালের ওপিডি বিভাগ থেকে পরিষেবা নিয়েছে গত তিন মাসে।
গত তিন মাসে জিবি হাসপাতালে শিশু বিভাগে ওপিডি থেকে পরিষেবা নিয়েছেন ৪৭২১ জন
291
previous post