274
আগরতলা : বরাবরই সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে বাঙালি মহিলা সমাজ ।বছরের বিভিন্ন সময়ে সেবামূলক কাজে তারা এগিয়ে আসে। এই শীতের মরশুমেও পিছিয়ে নেই বাঙালি মহিলা সমাজ ।রাজ্যে ইতিমধ্যে কয়েক দিন ধরে জাকিয়ে বসেছে শীত। আর এই শীতে যাতে ভবঘুরে কিংবা রাস্তার পাশে থাকা লোকজনদের কষ্ট পেতে না হয় সেজন্য এগিয়ে এলো বাঙালি মহিলা সমাজ।
কিছুটা যাতে মানুষের মুখে হাসি ফোটাতে পারেন সেটাই লক্ষ্য বৃহস্পতিবার রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ির সামনে অসহায় লোকজনদের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতা কর্মীরা ।তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।সংগঠনের এক নেত্রী আহ্বান জানান এ ধরনের কাজে যাতে অন্যান্যরাও এগিয়ে আসেন। তিনি বলেন সেবার মাধ্যমে মানুষের মন উদার হয়।