133
আগরতলা : অবৈধভাবে বিলটি মদ রাজধানীতে নিয়ে যাওয়ার সময় আটক। লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সংখ্যা বৃদ্ধি পেলেও অবৈধ ভাবে ব্যবসা বন্ধ হয়নি। অভিযোগ একাংশ অসাধু লোক বে-আইনি ভাবে মদের ব্যবসা করে আসছে। মাঝে মধ্যে পুলিসের হাতে ধরাও পড়ছে। রবিবার গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিস অভিযানে নামেন। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় একটি অটোরিক্সা আটক করে। চালক সহ অটো থানায় নিয়ে আসে। এতে তল্লাশি চালিয়ে ২১৮ বোতল বিলেতি মদের বোতল পাওয়া যায়। থানার ও সি জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে মদ গুলি নতুননগর, এয়ারপোর্ট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। ধারণা কোন বন্ধের দিনে বাকাপ্তহে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মদগুলি।