আগরতলা : সামান্য পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর অভয়নগর এলাকায় রাতের বেলা আক্রান্ত পুলিস আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে- মেয়ে। গ্রেপ্তার এক অভিযুক্ত। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। জানা গেছে রাতের বেলা একটি অটোরিক্সা মালঞ্চ নিবাসের দিক থেকে অভয়নগর স্কুলের দিকে আসছিল। অন্যদিকে জিবির দিক থেকে এ জি কোয়ার্টারের দিকে আসছিলেন প্রাসুন কান্তি ত্রিপুরার ছেলে- মেয়ে সহ তিনজন গাড়ি করে। পথে অটোর সঙ্গে তাদের গাড়ি সামান্য লাগে। অভিযোগ এঁকে কেন্দ্র করে স্থানীয় লোকজন আক্রমণ করে আমতলির এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে- মেয়েকে। যদিও অটোরিক্সা চালক আগেই ঘটনাস্থল থেকে চলে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম জেলার পুলিস সুপার সহ বিশাল পুলিস বাহিনী। আহতদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবিতে যান পুসুন কান্তি ত্রিপুরাও। পুলিস ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে অভয়নগর এলাকায় আক্রান্ত পুলিস আধিকারিকের ছেলে- মেয়ে
104
previous post