আগরতলা : সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অস্বাভাবিক ভাবে এবছর বাড়ানো হয়েছে ভর্তি সংক্রান্ত ফী।বিনামূল্যে কলেজে পড়ার সুযোগ আর নেই।কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা। নষ্ট হয়ে গেছে পরিকাঠামো। শনিবার শহিদ ছাত্র নেতা অরুন দেবের ৩৪ তম শহিদান দিবসে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিবছর ৮ জুলাই প্রয়াত ছাত্র নেতা অরুন দেবকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্মরণ করে থাকে বাম ছাত্র সংগঠন এস এফ আই। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শনিবার সকালে মেলারমাঠ ছাত্র যুব ভবনে হয় শহিদ স্মরণ অনুষ্ঠান। শহিদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি সহ অন্যরা। এর পর ছাত্র যুব ভবনে সংগঠনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন ছাত্র নেতা অমল চক্রবর্তী, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। রক্তদান শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে।
অরুন দেবের শহীদান দিবসে রক্তদানে প্রাক্তন মুখ্যমন্ত্রী
141