আগরতলা : রাজধানীতে দোকানে পুড়ে মৃত্যু হল এক সাইকেল মেকানিক্সের। অগ্নি কাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে দক্ষিন ইন্দ্রনগর কাটাখালের বাধের পাড় বাজারে।যান গেছে, স্থানীয়রা চিৎকার শুনে বেরিয়ে দেখতে পাণ ব বাঁধের পাড় বাজারের তিনটি দোকানে দাউদাউ করে আগুন জলছে।সঙ্গে সঙ্গে ঘটনার খবর জানানো হয় দমকল ও পূর্ব থানার পুলিসকে। অভিযোগ দমকল কর্মীরা অনেক দেরিতে ঘটনা স্থলে আসেন। প্রথমে একটি এলেও পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও পুড়ে যায় দোকান গুলি। দোকানের ভেতরে প্রতিদিন রাত্রিযাপন করা স্থানীয় বাসিন্দা রণজিৎ দেবনাথের মৃত্যু হয়। মৃত ব্যক্তির সাইকেল মেরামতের দোকান ছিল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস মামলা নিয়ে তদন্তে নেমেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত টা জানা যায়নি। ক্ষয়ক্ষতিও প্রচুর।
রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগরে আগুনে দোকানেই পুড়ে মৃত্যু এক বৃদ্ধের
124
previous post