112
আগরতলা : কয়েক মাস আগে অটিজমের উপরে গবেষণা করে পি এইচ ডি লাভ করেছেন শিপ্রা সেন। যিনি রাজ্যের একজন পেশায় সেবিকা। সরকারি হাসপাতালে কর্মরত শিপ্রা সেন। ত্রিপুরায় প্রথম ব্যতিক্রমী মহিলা ডঃ শিপ্রা সেন। নার্সিং পরিষেবায় যুক্ত শিপ্রা সেনের এই সাফল্য প্রশংনীয়। সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি সামাজিক সংস্থার তরফে ডঃ শিপ্রা সেনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় সহ সংস্থার কর্মকর্তারা। মন্ত্রী এদিন ডঃ শিপ্রা সেনের হাতে স্মারক তুলে দেন। সংবর্ধনা পেয়ে উতফুল্লিত তিনি।