103
আগরতলা : দুর্গা পূজা উপলক্ষ্যে নিজ বিধানসভা এলাকার মহিলাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বিধায়ক দীপক মজুমদার। সোমবার আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে ও তুষার কান্তি ভট্টাচার্যর উপস্থিতিতে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন বিধায়ক দীপক মজুমদার। বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পূজা উপলক্ষে রামনগর বিধানসভা কেন্দ্রের মা বোনদের বস্ত্র উপহার দিয়েছেন। প্রায় ৫ হাজার কাপড় বিতরণ করবেন বলে জানান তিনি। সকলে যেন দুর্গা পুজার আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান বিধায়ক। উৎসবের মুহূর্তে নতুন জামাকাপড় পেয়ে খুশি মহিলারা।