আগরতলা : দুর্নীতি বিরোধী, সাইবার অপরাধ, মানব পাচার রোধ কাজ করে থাকে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন। এই সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের অধীনে কাজ করে থাকে। কেউ যদি সরকার কিংবা আধিকারিকের মাধ্যমে প্রতারিত, নিপীড়িত হলে সেই আওয়াজ কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়াই হল এই সংস্থার কাজ। ত্রিপুরায়ও যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে সেই মানুষের পাশে দাঁড়াবে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের জাতীয় চেয়ারম্যান সৌরভ মুখার্জী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনচার্জ এস কে নাজিব, মুখ্য মানবাধিকার ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুখেন্দু সাহা। জাতীয় চেয়ারম্যান জানান, মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কেউ লিখিত আকারে জানালে তা এই সংস্থা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যদি প্রমানিত হয় অভিযোগ সত্য তাহলে পরবর্তী পদক্ষেপ তারা নেন। ত্রিপুরায় রাজ্য স্তরে ১১ জনের কমিটি গঠন করা হয়েছে। পর্যায় ক্রমে জেলা- ব্লক স্তর পর্যন্ত কাজ চলবে। তিনি জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত তিনটি মামলা পেয়েছে।
ত্রিপুরায় গঠিত হল ১১ জনের মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের কমিটি
185
previous post