আগরতলা : এবারও দেখা পেলেন না মুখ্যমন্ত্রীর। সুযোগ হয়নি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরার। ফলে ফের একবার হতাশ হয়ে বাড়ি ফিরলেন ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। প্রায় ১৭ মাস অতিক্রান্ত। নিয়োগ তো দূর চূড়ান্ত ফলাফলই প্রকাশ করা হয়নি ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীদের। চাকরি প্রত্যাশীরা বারে বারে শিক্ষা ভবনে গেলেও কোন সুরাহা হয়নি। এস টি জি টি নিয়ে একটি মামলা হয়েছিল।হাইকোর্টের রায় বের হয়ে গেছে অনেক আগেই। দ্রুত ফল প্রকাশ করে বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য একসঙ্গে তাদের নিয়োগের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। চাকরি প্রত্যাশীদের আরও অভিযোগ বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পর্যন্ত পাননি। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। শনিবার তারা ফের মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে আসেন দেখা করার জন্য। কিছু সময় অপেক্ষা করার পরে তাদের জানিয়ে দেওয়া হয় তাদের বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে, ফলে রায়ের পর ফল প্রকাশ করা হবে । কিন্তু দেখা করার সুযোগ হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। স্বাভাবিক ভাবেই নিরাশ তারা। চাকরি প্রত্যাশীরা জানান কিসের মামলা হয়েছে তা তারা এখনও জানেন না।
এবারো সাক্ষাৎ পেলেন না মুখ্যমন্ত্রীর
126
previous post