আগরতলা : ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে জিরানিয়া মহকুমার রানীরবাজার বিদ্যামন্দিরে।শনিবার পর্যটন-খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে অনুষ্ঠানের উদ্বোধন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠনের এলামণি ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বিদ্যামন্দিরের যৌথ উদ্যোগে এইও অনুষ্ঠান। প্রথম দিন বিদ্যালয় প্রাঙ্গণে হয় সাড়া জাগানো রক্তদান শিবির। শিবিরে মন্ত্রী ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদকাতাদের উৎসাহ দেন। শিবিরে আলোচনা করতে গিয়ে পর্যটন মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে জীবনে বেড়ে উঠা, সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত নির্ভর করে। শিক্ষকের ভূমিকা ছাড়া একজন ছাত্র- ছাত্রী কখনই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি এদিন বলেন, রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। এতে অর্থ খরচ হয় না। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আবেদন জানান, ১৮ বছরের ঊর্ধ্বে পড়ুয়াদের যাতে উৎসাহিত ও মানসিক ভাবে তৈরি করেন।
রক্তদানের মাধ্যমে বিদ্যালয়ের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা
205
previous post