আগরতলা : ক্ষমতার জন্য রাজনীতি করা ভারতীয় জনতা পার্টির মূল দর্শন নয়। সমর্পণ মনোভাব নিয়ে বিজেপি পরিচালিত হচ্ছে।ভারতীয় জনতা পার্টির মূল দর্শন হল একাত্ম মানববাদ। আর এর মূল রচয়িতা ছিলেন পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়।রবিবার দিনদয়াল উপাধ্যায়ের সমর্পণ দিবসে একথা বললেন প্রদেশ বিজেপিউ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি আরু বলেন বর্তমান সরকার প্রয়াস করছে সমাজের অন্তিম ব্যক্তির দুঃখ- দুর্দশা মোচনের জন্যও। একাত্ম মানববাদের দর্শনের উপরে ভিত্তি করে রাজ্যের বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হয়। আজ ওনার মৃত্যু দিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন সভাপতি রাজীব ভট্টাচার্য, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, সাধারণ সম্পাদক ভগবান দাস, মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য, মহিলা সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।
প্রদেশ বিজেপি অফিসে দিনদয়াল উপাধ্যায়কে স্মরণ
223
previous post