আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় ককবরক বিষয়ে রোমান স্ক্রিপ্টে প্রিকিখা নেওয়ার দাবিতে সোমবার থেকে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ হচ্ছেই। রবিবার সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন তিপ্রা মথার ছাত্র সংগঠন টি আই এস এফ।এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক স্পষ্ট ভাবে জানিয়ে দেন সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। তিনি জানান, অবরোধের আওতার বাইরে থাকবে বিয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, জল, দুধের গাড়ি। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার পরীক্ষার্থীদেরও ছাড় দেওয়া হবে না।সম্পাদক আরও জানান অনির্দিষ্টকালের জন্য চলবে এই অবরোধ। বিভিন্ন জায়গায় অবরোধ করা হবে বলেও জানান নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টি আই এস এফের সম্পাদক সহ অন্যরা। এদিকে এদিনই সাংবাদিক সম্মেলন করেন টি এস এফের নেতৃত্ব। সংগঠনের সভাপতি সম্রাট দেববর্মা জানান, সমস্যা নিয়ে তারা কয়েকবার পর্ষদ অফিসে গেছেন। কিন্তু শনিবার পর্যন্ত কোন সুরাহা বের হয়নি। কোন ধরণের বিজ্ঞপ্তি বের করা হয়নি সরকারি ভাবে। এই অবস্থায় তারা টি আই এস এফের অবরোধ কর্মসূচীকে সমর্থন জানিয়েছেন এবং তারাও সোমবার আন্দোলনে নামবেন। তারা ত্রিপুরা বনধের ডাক দেন। তারা জানান সব জায়গায় পিকেটিং করা হবে।
সড়ক- রেলপথ অবরোধ ও ত্রিপুরা বনধের ডাক পৃথক ভাবে দুই সংগঠনের
102
previous post