ত্রিপুরা আগরতলা : সপ্তম ছাত্র প্রকল্প প্রোগ্রাম হয় প্রজ্ঞাভবনে।ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের তরফে হয় অনুষ্ঠান। বৃহস্পতিবার একদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান-প্রযুক্তি পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য দেও পোদ্দার, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেন। আলোচনা করতে গিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন,একটি দেশের অর্থনীতি তখনই সবল হতে পারবে যখন তাঁর রপ্তানি বেশি হবে। বিজ্ঞান যতদিন না পর্যন্ত শীর্ষ স্থানে যাবে দেশের অর্থনীতি শোধরানো যাবে না।বিজ্ঞান প্রযুক্তিকে প্রথম স্তরে রাখতে হবে। সেদিন ভারতকে কেউ আটকাতে পারবে না।
সপ্তম ছাত্র প্রকল্প প্রোগ্রাম হয় প্রজ্ঞাভবনে
122