আগরতলা : কেন্দ্রের মোদী সরকার আগেও অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে কিছু করেনি। বরং এর উল্টো করেছে। এখন আবার নতুন করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে লোকসভা নির্বাচনের বৈতরণী পাড় হতে চাইছেন কেন্দ্রের মোদী সরকার। মঙ্গলবার আগরতলায় ধর্মঘটের সমর্থনে সভায় এই অভিযোগ করেন সি আই টি ইউ সভাপতি মানিক দে। তিনি এদিন দেশবাসিকে বার্তা দেন এই সরকারকে না সরালে ভাগ্যের পরিবর্তন হবে। তা নাহলে দেশে গণতন্ত্র থাকবে না, মানুষের অধিকার থাকবে। গোটা দেশ বিপন্ন অবস্থা তৈরি হবে। এই অবস্থায় বিপন্ন মানুষকে রক্ষা করার জন্যই এই ধর্মঘট। ১৬ ফেব্রুয়ারি দেশ ব্যাপী শিল্প-পরিবহণ, গ্রামীণ ভারত ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ।২১ দফা দাবিতে দেশ ব্যাপী এই ধর্মঘট। এই ধর্মকটকে সফল করার আহ্বান রেখে রাজ্যেও চলছে বিভিন্ন জায়গায় প্রচারাভিযান। মঙ্গলবার আগরতলা শহরে হয় সাড়া জাগানো শ্রমিক- কৃষকের ধর্মঘট।এদিন মেলারমাঠ থেকে বের হয় স্লোগান মুখরিত ধর্মঘটের সমর্থনে মিছিল। এতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সি আই টি ইউ নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, তপন দাস, কৃষকসভার সম্পাদক পবিত্র কর, মতি লাল সরকার, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা শ্যামল দে সহ অন্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে সভায় মিলিত হয়।
ধর্মঘটের সমর্থনে আগরতলা শহরে মিছিল শ্রমিক- কৃষকের
109
previous post