আগরতলা : বিজেপি সরকারের আমলে দেশে নারীরা সুরক্ষিত নয়। দিনের পর দিন দেশে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। ভারতে প্রতি ঘণ্টায় তিনজন করে নারী ধর্ষিত হচ্ছেন। এই অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী বলেন এটা শুধু নারীদের কাছে নয়, ভারত বাসীর কাছে লজ্জাকর ঘটনা। তিনি সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে দুই কিশোরীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে নিন্দা ও প্রতিবাদ জানান। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সংগঠনের কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে শামিল হন। মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী নারীদের সম্ভ্রম রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলবে।উল্লেখ্য ৫ মার্চ রাজ্যে আসছেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা।
মহিলা কংগ্রেসের প্রতিবাদ
222
previous post