আগরতলা : নিজের জন্মদাতা বাবাকে মৃত বানিয়ে তথ্য সংগ্রহ করে বাড়ি ঘরে চুরির কাণ্ডের পর্দা ফাঁস। বাবার মৃত্যু হয়েছে। এই ছদ্মবেশ ধরে আর্থিক সাহায্যের জন্য সাদা পোষাকে মানুষের বাড়ি বাড়ি যেতেন। তাঁর আড়ালে এই যুবক যে কু-বুদ্ধি নিয়ে মানুষের বাড়িতে যেতেন তা ঘৃণাক্ষরেও কেউ বুঝতে পারছিলেন না। মানুষের সহানুভূতি আদায় করে বাড়ি ঘরের বিভিন্ন তথ্য সংগ্রহ করতেনই শুধু নয়, সুযোগ পেলে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে আসতেন এই যুবক। তথ্য এনে নিজে যুক্ত থাকা চোর চক্রের হাতে তুলে দিত। এর পরেই চক্রের সকলে মিলে বাড়ি ঘরে হানা দিয়ে বিভিন্ন জিনিস চুরি করে নিত। অভিযোগ এভাবেই দুই বছর ধরে আগরতলা শহরে চুরি কাণ্ড সংঘটিত করে আসছে চক্রটি। অবশেষে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিস। বাবার মৃত্যুর অভিনয় করে চুরি কাণ্ডের জন্য তথ্য সংগ্রহ করা যুবককে পুলিস জালে তুলে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে। এও পুলিস জানতে পারেন, আদৌ তাঁর বাবা মারাই যায়নি। সে চুরির জন্য জীবিত বাবাকে মৃত বানিয়ে কু-কর্ম করে আসছে। এই চক্রের আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার হয় দুটি মোটর বাইক, সিলিং পাখা, মোটর, মোবাইল, বাড়ি ঘরের বিভিন্ন আসবাবপত্র। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুরো চক্রকে জালে তোলার চেষ্টা করছে। একথা জানান সদর মহকুমা পুলিস আধিকারিক।