456
ত্রিপুরা আগরতলা : নীট ইউ জি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরে ফলাফল নিয়ে দুর্নীতি অভিযোগ এনে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানায় শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাশাপাশি তারা দাবি জানান পুনরায় নীট পরীক্ষা নেওয়ার। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রদেশের কার্যকর্তারা। তাদের অভিযোগ নীটের প্রশ্নপত্র অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে। তারা এন টি এর ভূমিকায় ক্ষোভ জানান।