আগরতলা : নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে ভোটারদের কাছে যাওয়ার আগে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারছেন বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিম লোকসভা আসনের বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছেন বিপ্লব দেব। সোমবার তিনি পর পর সাংগঠনিক বৈঠক করেন বড়জলা ও বামুটিয়া মণ্ডলে। ২০২৩ বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রে শাসক দলকে হারের মুখ দেখতে হয়েছে। বামেদের দখলে যায় দুটি কেন্দ্র। এদিন বড়জলা মণ্ডলে সাংগঠনিক বৈঠক হয় লঙ্কামুড়া কমিউনিটি হলে। মণ্ডল এলাকার বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের ইনচার্জ সহ মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যরা। এদিন বামুটিয়া মণ্ডলে হয় অনুরূপ বৈঠক। ভারতীয় জনতা পার্টি বামুটিয়া মণ্ডলের উদ্যোগে হাতিপাড়া বৈদ্যনাথ মজুমদার কমিউনিটি হলে হয়ে সাংগঠনিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তনমন্ত্রী প্রকাশ দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা কার্যকর্তারা। বড়জলা মণ্ডলে সাংগঠনিক বৈঠক নিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, নির্বাচনী প্রচার কিভাবে করা সে বিষয়ে কার্যকর্তাদের সঙ্গে পরামর্শ করে জনতার কাছে যাওয়া হবে। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে রাজ্যের সকল মানুষের কাছে প্রচারে যাওয়ার জন্য কার্যকর্তাদের কাছে আবেদন রাখছেন। বিরোধী সিপিএম কংগ্রেস সমর্থকদের বাড়িতেও ভোট প্রচারে যাওয়ার আবেদন রাখছেন বিজেপি প্রার্থী কার্যকর্তাদের কাছে।
দুটি মণ্ডলে সাংগঠনিক বৈঠক বিজেপির
102
previous post