আগরতলা : মাঝে আর ৯৮ দিন। প্রহর গোনা শুরু হয়ে গেছে উৎসবমুখর বাঙালীর। মা যে আসছেন। ইতিমধ্যে প্রতিবছরের মতো আগরতলা শহরের বনেদী ক্লাবগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। কয়েকটি ক্লাবের খুঁটি পূজা হয়ে গেছে।দর্শনার্থীদের মন জয় করতে এবারো বিভিন্ন থিম নিয়ে আসছে বনেদী ক্লাব গুলি। এমনই একটি ক্লাব হল রাজধানীর নেতাজী রোডের ছাত্র বন্ধু ক্লাব। প্রতিবছরের ন্যায় এই বছরও শারদ উৎসবের আয়োজন করেছে ছাত্রবন্ধু ক্লাব। এবছর তাদের ভাবনা তুমি এই পৃথিবীর অতীত মালিক নও। শারদ উৎসবকে সামনে রেখে শুক্রবার খুঁটি পুজার আয়োজন করে ছাত্রবন্ধু ক্লাব। ক্লাবের সদস্য সদস্যাদের উপস্থিতিতে পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় খুঁটি পূজা। ক্লাবের পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা জানান এই বছর ৬৮ তম পুজার আয়োজন করতে চলেছে ছাত্রবন্ধু ক্লাব। বেশ কয়েক বছর ধরে বিগ বাজেটের পূজা করে ইতি মধ্যে রাজ্যবাসির মন জয় করে ফেলেছেন ছাত্র বন্ধু ক্লাবের পুজো আয়োজকরা।
দর্শনার্থীদের মন জয় করতে এবারো অন্য ধরণের ভাবনা ছাত্রবন্ধুর
256
previous post