আগরতলা : ইন্ডিয়া জোট একসাথে মাঠে নেমেছে কোনো রকম ভয়ভীতিকে তোয়াক্কা করা হবে না।কেউ যদি মনে করেন ধমকে চমকে চুপ করানো যাবে তা হবে না। মানুষের কাছে যেতে হবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করার আবেদন জানানোর হবে দুটি লোকসভা কেন্দ্র ও বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জোটকে জয়ী করার।নিশ্চিত দেশের ভয়াবহ অবস্থা বিবেচনা করে মানুষের আশীর্বাদ ইন্ডিয়া জোটের পক্ষেই থাকবে।বুধবার আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়া জোটের সভা হবার পর এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে মূলতঃ কথা বলেন সুদীপ রায় বর্মণ ও বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সুদীপ বর্মণ বলেন দেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কব্জায়।আজ ৮টি দল একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন ইলেক্টোরাল বন্ড প্রমাণ করেছে ডাকাতের পাল্লায় পড়েছে দেশ লুটপাটের সরকার চলছে। গত দশ বছর ধরেই দেশের মানুষ শুধু ঠকেই এসেছে।ইন্ডিয়া জোট দেশের গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে এসেছে এটা মিলিতভাবে মোকাবিলা করা হবে।সুদীপ বাবু বলেন মানি ও মাসলপাওয়ার নেই কিন্তু মানুষ বিকল্প খুজছে তারাই প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত।জিতেন্দ্র চৌধুরী বলেন প্রচারও একসাথে নামবে ইন্ডিয়া জোট। সমস্ত অপপ্রচারের জবাব দিতে তৈরি।তিনি বলেন কেউ বলছেন এক লাখের নিচে ভোট আর নব্য ক্ষমতাসীন একজন বিরোধীদের বাড়ী থেকে বেরুতে দেবে না বলে নিদান দিচ্ছেন।তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি ভরসা রয়েছে।নির্বাচনী বিষয়টি তদারকি করার জন্য ২৫ জনের কমিটি গঠন করা হয়েছে। যার যুগ্মভাবে আহ্বায়ক হয়েছেন জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মণ ।আগামী ২৭ তারিখে পশ্চিম আসনে , ২২ তারিখ বিধানসভার উপনির্বাচনে এবং ২৮ তারিখ পূর্ব আসনে মনোনয়ন পত্র দাখিল করবে ইন্ডিয়া জোট ।
ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক ত্রিপুরায় ইন্ডিয়া জোটের
143
previous post