156
আগরতলা : বৈদিক ব্রাক্ষ্মন সমাজের ৩৩ টি ইউনিট রয়েছে রাজ্যে। শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে ইউনিট গুলির তরফে বৈদিক ব্রাক্ষ্মন সমাজের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় এদিন। শনিবার সংগঠনের তরফে আগরতলায় হয় শোভাযাত্রা।রাজধানীর মেলারমাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে সংগঠনের অফিসের সামনে দুপুরে হয় দরিদ্র নারায়ণ সেবা। ২০১৪ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠা হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজের।এবছর ১১ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সংগঠনের নেতৃত্ব বলেন, কৃষ্টি- সংস্কৃতি রক্ষার্থে বৈদিক ব্রাক্ষন সমাজ গঠিত হয়েছিল। তারা বলেন, সমাজকে পথ দেখাতে পারে বৈদিক ব্রাক্ষন সমাজই।