আগরতলা : কেন্দ্রীয় বাজেটকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি করলো ভারতীয় জনতা পার্টি। শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি করে শাসক দল। এদিন টাউন বড়দোয়ালি ও আগরতলা মণ্ডলের তরফে হয় সুবিশাল ধন্যবাদ রেলি পৃথক পৃথক জায়গায়। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল দেবসহ অন্যরা। এদিনের মিছিলে বিপুল সংখ্যক নারী- পুরুষ অংশ নেয়। এদিকে এদিন ভারতীয় জনতা পার্টি আগরতলা মণ্ডলের তরফে হয় মিছিল। জিবি বাজার এলাকা থেকে বের হয় মিছিল। এদিন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর সম্পা সেন সরকার, প্রদীপ চন্দ সহ অন্যরা।
কেন্দ্রীয় বাজেটকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি
65
previous post