আগরতলা : নতুন-যুব ভোটারদের মধ্যে ভোটাধিকার নিয়ে উৎসাহ বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে। লোকসভা নির্বাচনকে সামনে রেখেও প্রতিটি জেলায় হচ্ছে বিভিন্ন কর্মসূচী। শনিবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীন স্টেট এন এস এস সেলের উদ্যোগে হয় সচেতনতা মূলক কর্মসূচী। এদিন আগরতলা রবীন্দ্র ভবনে হয় এই কর্মসূচী। এতে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষা যেন মগ, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র- ছাত্রীরা এতে অংশ নেন। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা ও রামনগর বিধানসভার উপভোট।ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা ও পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন চলছে রাজনৈতিক দল গুলির মধ্যে যেমন প্রচারে তেজি ভাব তেমনি প্রশাসনের তরফে চলছে জোর প্রস্তুতি সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য।
ভোটারদের নিয়ে সচেতনতা কর্মসূচী
133
previous post