আগরতলা : বিজেপির ঝাণ্ডা না ধরলে রেগার কাজ মিলে না, তাদের যোগদান সভায় না গেলে বি পি এল কার্ড থাকে না।বাম সরকারের সময়ের জনগণনার মাধ্যমে সরকারি ঘর মিলছে সুবিধা ভোগীদের। অথচ কৃতিত্বের দাবি বর্তমান রাজ্যের বিজেপি সরকার। বিজেপির মিছিলে না হাঁটলে ঘরের কিস্তি মিলছে না। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা হয় শান্তিরবাজারের বাইখোরায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ছাড়াও অন্যরা। সভায় জিতেন চৌধুরী বলেন, বিজেপির বিরুদ্ধে প্রশ্ন কেউ তুললে উনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ব্যবসার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যে মণ্ডলে মণ্ডলে মানুষের ভাতা- বি পি এল কার্ড কাটছে। বাড়ি ভাঙচুর করা হয়, ঘরের কিস্তির টাকা কেটে দেওয়া হয়।জিতেন বাবু এছাড়াও এদিন বিভিন্ন বিষয় তুলে ধরে শাসকের বিরুদ্ধে সুর চড়ান। তিনি জনসভায় সকলের কাছে আহ্বান রাখেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থীকে বিপুল ভোটে জয় করার জন্য
বিজেপির মিছিলে না গেলে বিপিএল কার্ড থাকে না—জিতেন
128
previous post