আগরতলা : প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। যার কারনে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছেন।রেল যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। রেলের বৈদ্যুতিকরনের কাজ শুরু হয়ে গেছে।বুধবার পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজনগরে নির্বাচনী জনসভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন বিলোনিয়া মহকুমার রাজনগরে এক নির্বাচনী জনসভার হয় বিপ্লব দেবের সমর্থনে।।সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,বিধায়িকা স্বপ্না মজুমদার, বিজেপি দক্ষিন জেলা সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্যরা।জনসভায় নারী- পুরুষের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। যার কারনে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছেন। পূর্বতন কেন্দ্রীয় সরকারের সময় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। কিন্তু নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর দেখিয়ে দিয়েছেন দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে।তিনি বলেন, রাজনীতি মানুষের স্বার্থে। মানুষকে শোষণ করার জন্য নয়। মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন।
বিপ্লব দেবের সমর্থনে রাজনগরে মুখ্যমন্ত্রীর সাড়া জাগানো জনসভা
170
previous post