আগরতলা : সংস্কার করে নতুন ভাবে এলাকাবাসীর চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হল সিদ্ধিআশ্রম পুলিস পাড়ায়।এতে খুশি দীর্ঘদিন ধরে বঞ্চিত এলাকার লোকজন। অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল রাস্তাটি। স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন রাস্তাটি সংস্কারের। অভিযোগ কেউই কর্ণপাত করছিলেন না। ১৯৯২ সালে এই রাস্তাটি শেষবার সংস্কার করা হয়েছিল। তারপর আর রাস্তাটি সংস্কার করা হয় নি। ফলে দীর্ঘ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল।সম্প্রতি এলাকাবাসীর দাবি মেনে রাস্তাটি নতুন করে নির্মাণ করা হয়। বুধবার নব নির্মিত রাস্তাটি পরিদর্শনে যান এলাকার বিধায়িকা মিনারানী সরকার। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাস্তাটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিধায়িকা মিনারানী সরকার এলাকাবাসির উদ্দেশ্যে বলেন উনাকে ভোট দিয়ে জয়ী করেছে বলেই তিনি রাস্তাটি করে দিতে পেরেছেন। রাস্তাটি করে দিতে পেরে তিনি নিজেও আনন্দিত। দীর্ঘ ৩২ বছর পর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ার বাসিন্দাদের দাবি পূরণ হল। স্বাভাবিক ভাবেই তারা খুশি।
সিদ্ধি আশ্রম পুলিস পাড়ার রাস্তা স্নগসাক্র এলাকার বিধায়িকার তৎপরতায়
8