আগরতলা : পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার শেষ হবে বুধবার। তাই মঙ্গলবার প্রচারে সব কটি রাজনৈতিক দলই সকাল থেকেই নেমে পড়েছে। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচার চালান দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। শেষ সময়ে প্রচারে খামতি রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ।বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মেয়র জানান প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া মিলেছে প্রচারে। মানুষ বিজেপি সরকারের কাজকর্মে মানুষ খুশি। তিনি আশা প্রকাশ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হবেন। উল্লেখ্য বুধবার বিকেল চারটায় সময় শেষ হচ্ছে সরব প্রচার।
রেকর্ড ভোটে জয় নিয়ে আশাবাদী দীপক
106