আগরতলা : ১০০ শতাংশ ভোটিং করে নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের মতো প্রধান মন্ত্রী বানানোর আহ্বান জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। সরব প্রচার শেষের আগের দিন মঙ্গলবার বাধার ঘাট বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। বিশাল পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকার, সদর শহর জেলার বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, যুব সংগঠনের সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এই দিনের পদযাত্রাটি বাধারঘাট বিধানসভার কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।পদযাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারী- পুরুষ-যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষ এতে শামিল হন কাঠফাটা রোদের মধ্যেই। পদযাত্রা যেদিকে গেছে দারুণ সাড়া ফেলেছে। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে ইন্ডিয়া জোটের সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপির লক্ষ্য ত্রিপুরার যুবদের কাজ, নতুন ত্রিপুরা, নতুন দিশা। সেই দিশায় সবাই মিলে কাজ করা হবে।
বাধারঘাটে বিপ্লবের সমর্থনে সাড়া জাগানো পদযাত্রা
172
previous post