115
আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র ও রামনগর বিধানসভার উপভোট শুক্রবার। পশ্চিম জেলায় মডেল পোলিং স্টেশন রয়েছে ২৮ টি। এগুলিতে ভোটারদের জন্য পানীয় জল, বসার জায়গা, শেডের ব্যবস্থা করা হয়েছে। কিছু মডেল পোলিং স্টেশন সাজিয়ে তোলা হবে বেলুন-ফুল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো। যাতে করে ভোটারদের কাছে এসব ভোট কেন্দ্র আকর্ষণীয় হয়ে উঠে এবং ভোটাররা বেশি করে ভোটদান করেন। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম ত্রিপুরার রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার ঘুরে দেখেন শহরের কয়েকটি মডেল পোলিং স্টেশন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি রিটার্নিং অফিসার জানান, মহিলা পরিচালিত ভোট কেন্দ্র রয়েছে ৫৮ টি। নিরাপত্তা কর্মী মহিলা থাকবেন।