আগরতলা : স্বাধীনোত্তর কালে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের কৃষক-শ্রমিক -মেহনতি মানুষ।অষ্টাদশ লোকসভা নির্বাচনেই দেশের শ্রমজীবী মানুষ এর জবাব দিচ্ছেন।বুধবার সারা ভারত কৃষকসভার রাজ্য কমিটির অফিসে মহান মে দিবসে উপলক্ষে পতাকা উত্তোলনের পর এই মন্তব্য করলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন,দেশের শ্রমজীবী মানুষ ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি।কাজ না পেয়ে দেশের শ্রমজীবী মানুষ বিদেশে চলে যাচ্ছে,এমন কি ভাড়াটে সৈন্য হিসেবে অন্য দেশে গিয়ে মারা যাচ্ছে, যা ভারতে কোনদিন হয়নি।পবিত্র বাবু বলেন এই অন্যায় শ্রমজীবী মানুষ মেনে নেবে না মোদী সরকার জবাব পাবেন।অনুষ্ঠানে সারা ভারত কৃষকসভার পতাকা উত্তোলন করেন সংগঠনের সহ-সভাপতি মতিলাল সরকার।ক্ষেতমজুর ইউনিয়নের পতাকা উত্তোলন করেন ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক শ্যামল দে। সকালে সিপিএম রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনেও মে দিবস পালন করা হয়। প্রথমে পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম নেতা সুধন দাস, অমল চক্রবর্তী, শ্যামল দে, পাঞ্চালী ভট্টাচার্য, সমর চক্রবর্তী সহ অন্যরা। সি আই টি ইউ রাজ্য দপ্তরেও শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। সংগঠনের রাজ্য দপ্তরে এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সমর চক্রবর্তী, অমল চক্রবর্তী, চঞ্চল মজুমদার সহ অন্যরা।
সিপিএম সহ বিভিন্ন সংগঠনের তরফে মে দিবস পালন
119
previous post