আগরতলা : বাজারে বেড়ে চলা পেঁয়াজের মূল্য যাচাইয়ে অবশেষে মতদানে নাম সদর মহকুমা প্রশাসনের টিম। বুধবার তারা রাজধানীর সবচেয়ে বড় বাজার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। বাজেয়াপ্ত করে বৈধ নথি ছাড়া ঠেলা দিয়ে নিয়ে যাওয়া প্রায় ৪০ বস্তা পেঁয়াজ। সম্প্রতি আচমকা বাড়তে থাকে পেঁয়াজের দাম। এক লাফে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে কোথাও ৬৫-৭০ আবার কোথাও খুচরো বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এভাবে মূল্যবৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। শুধু পেঁয়াজই নয় , এই সময়ে দাম বেড়ে চলেছে অন্যান্য জিনিসেরও। অভিযোগ কোন হেলদোল নেই প্রশাসনের। স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে যখন চাপা ক্ষোভ বিরাজ করছে তখন জেগে উঠল প্রশাসনের কর্তাব্যক্তিরা। বুধবার খাদ্য দপ্তরের অধিকর্তা ও সদর মহকুমা প্রশাসনের নির্দেশে বাজারে অভিযানে নামে টিম। এদিন মহারাজগঞ্জ বাজারে চলে অভিযান। বাজারে অভিযানে নেমেই প্রশাসনের আধিকারিকরা কয়েকটি ঠেলা আটক করে। অভিযোগ বস্তা ভর্তি পেঁয়াজ কেনার কোন বৈধ নথি না থাকায় এগুলি বাজেয়াপ্ত করে মহকুমা শাসক অফিসে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে। এছাড়াও পাইকারি ও খুচরো দোকানগুলিতে অভিযান চালানো হয়। প্রশাসনের অভিযানে আকাশছোঁয়া পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে কিনা তাই দেখার?
বাজারে অভিযানে বাজেয়াপ্ত ৪০ বস্তা পেঁয়াজ
153
previous post