আগরতলা : ড্রাগস বিক্রি করতে এসে পুলিসের জালে দুই যুবক। তাদের আদালতে সোপর্দ করলো এ ডি নগর থানার পুলিস। রাজধানীর আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। অভিযোগ একাংশ যুবক ড্রাগস সেবনের পাশাপাশি অবৈধ এই ব্যবসায় যুক্ত হয়ে পড়েছে। মাঝে মধ্যে পুলিস ড্রাগস কারবারিদের গ্রেপ্তার করলো এসব ব্যবসা বন্ধ হয়নি। দিব্যি দিনে-রাতে শহরের বিভিন্ন জায়গায় ড্রাগস কারবারিদের আনাগোনা লক্ষ্য করা যায় বলে অভিযোগ। ফের রাজধানীতে গোপন খবরের ভিত্তিতে মধ্য প্রতাপগড় এলাকায় অভিযানে নেমে সাফল্য পায় পুলিস। স্থানীয়দের কাছ থেকে পুলিস জানতে পারে দুই যুবক স্কুটি নিয়ে এসে ঘোরাঘুরি করে এবং অন্য যুবদের কাছে নেশা সামগ্রী বিক্রি করে। এই খবর পেয়ে এডিনগর থানার পুলিস শনিবার উত পেতে বসে। তখনই দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। ধৃতদের বাড়ি মধ্য প্রতাপগড় ও টাউন প্রতাপগড় এলাকায়। তারা হল সাগর ঘোষ ও পার্থদ্বীপ মজুমদার। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানোর পরে পুলিস রবিবার আদালতে সোপর্দ করে।
ড্রাগস সহ আটক দুই
84
previous post