আগরতলা : বৃষ্টিতে কিছুটা গরম থেকে মিলেছে নিস্তার। তবে একেবারে স্বস্তি পাওয়া যায়নি এখনও। এই অবস্থায় বন্ধ হয়নি বিভিন্ন সংস্থা- সংগঠনের তরফে লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি। সোমবার আগরতলা সুসংহত স্থলবন্দরে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে মধ্যে জল-ঠাণ্ডা পানীয় বিলি করা হয়।এদিন শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেলের উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে ঠাণ্ডা পানীয় দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য,কর্পোরেটর মনোজ কান্তি দেবরায়,শ্রমিক নেতা বিপ্লব কর, বি এস এফ-র আধিকারিক, স্থল বন্দরের কর্মকর্তা সহ অন্যরা। এদিন স্থলবন্দরে ঠাণ্ডা পানীয় পেয়ে খুশি বাংলাদেশ থেকে আসা যাত্রীরা।
বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে জল-ঠাণ্ডা পানীয় বিলি
253
previous post