124
আগরতলা : বিজেপির সহযোগী দলের সাংসদ অভিযুক্ত প্রজ্জল রেভান্না ইস্যুতে মোদী সরকার নীরব কেন প্রশ্ন তুলে সরব ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সোমবার সংগঠনের তরফে ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে। এদিন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেস ভবনের সামনে। মহিলা কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ সাংসদ প্রজ্জলন রেভান্নার মহিলা সংক্রান্ত কুকীর্তি প্রকাশ্যে আসতেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠন।এদিন তারা প্রজ্জল রেভান্নার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায়। অবিলম্বে অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানায়।