আগরতলা : বিদ্যুতের সমস্যায় মিলছে না অটোরিক্সায় গ্যাস। দীর্ঘ সময় ধরে লাইনে দাড়িয়েও সিএনজি স্টেশন থেকে গ্যাস না পাওয়ায় পথ অবরোধ করলেন অটোরিকশা শ্রমিকরা। অবশেষে আশ্বাসে উঠে অবরোধ। ঘটনা সোমবার আগরতলা বড়দোয়ালি এলাকায়। অটোরিক্সা চালকদের অভিযোগ প্রায়শই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ঠিক ভাবে তাদের সি এন জি স্টেশন থেকে মিলছে না গ্যাস। ফলে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আরও অভিযোগ কখনও বিদ্যুৎ তো কখনও অন্য সমস্যা খাঁড়া করা হচ্ছে সি এন জি স্টেশনের কর্তৃপক্ষের তরফে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যান চালকরা। সোমবার সকালেও দীর্ঘ লাইনে গ্যাসের জন্য অটোরিক্সা নিয়ে দাঁড়ান শ্রমিকরা। অভিযোগ তাদের জানিয়ে দেওয়া হয় বিদ্যুতের সমস্যার কারণে মিলবে না গ্যাস। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধ করে। ব্যস্ততম সময়ে ব্যস্ততম সড়ক অবরোধে দুই দিকে আটকে যায় অনেক যানবাহন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় এডিনগর থানার পুলিস। ঘটনাস্থলে আসেন বি এম এসের নেতারা। পুলিসের তরফে সিএনজি স্টেশন ও বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসের সঙ্গে কথা বলে সমস্যা নিরসনের আশ্বাস দেওয়া হলে পথ অবরোধ তুলে নেয় অটোরিক্সা শ্রমিকরা। শেষে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সি এন জি না পাওয়ায় অটোশ্রমিকদের পথ অবরোধ
106
previous post