আগরতলা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী প্রতিবছর সরকারি-বেসরকারি উদ্যোগে রাজ্যে পালন করা হয় ২৫ বৈশাখ। তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফে রাজধানী আগরতলা সহ জেলা-মহকুমা স্তরে হয় কবি প্রণাম অনুষ্ঠান।মহাসাড়ম্বরে হয় প্রতিবছর অনুষ্ঠান।এবছর কবি গুরুর ১৬৩ তম জন্মজয়ন্তীও উদযাপন করা হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে। বুধবার সকালে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন রবীন্দ্র কাননে হবে কবি প্রণাম অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানে ১৬ বছর বয়সী পর্যন্ত শিশু-কিশোর- কিশোরীরা নাচ-গান আবৃত্তি পরিবেশন করবে। বিকেলে রবীন্দ্র ভবনে হবে অনুষ্ঠান।একথা জানান তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মঙ্গলবার সকাল থেকে রবীন্দ্র কাননে চলে এরই প্রস্তুতি। তৈরি করা হয় মঞ্চ। সাজিয়ে তোলা হয় কবি গুরুর মূর্তিকে।
সরকারি ভাবে কবি প্রনামের প্রস্তুতি
135
previous post